হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, কাশ্মীর উপত্যকার প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও আন্তর্জাতিক নিউজ নূরের প্রধান মাওলানা আগা সৈয়দ আব্দুল হুসেন মুসাভী বলেছেন যে ইসলামের শত্রুরা ইসলামের রহমত ও নিরাপত্তার বাণীকে ভয় পায়।
তিনি বলেন যে কাশ্মীর ইসলামী ভ্রাতৃত্বের আলোকবর্তিকা হতে চলেছে।
তিনি বলেন, ইসলামফোবিয়ার ফলে ইসলামের শত্রুরা নিজেদেরকে জাহেলিয়াতের দিকে ঠেলে দিচ্ছে।
তিনি বলেন যে ভারতীয় মুসলমানদের ধৈর্য ধরে কাজ করতে হবে এবং কাশ্মীরীদের ভ্রাতৃত্ব বিস্তার করতে হবে।
আগা সৈয়দ আব্দুল হুসেন আরও বলেন, ইসলাম রহমত ও নিরাপত্তার ধর্ম তাই টার্গেট করা হচ্ছে।